প্রণয়হীন সঙ্গম
তখনও প্রণয় গড়ে ওঠেনি আমাদের,
তবুও রাতের নির্জনতায় হয়েছিল সঙ্গম।
তোমার নাকে জমেছিল বিন্দু বিন্দু ঘাম,
যৌনতার চাপা গন্ধে ভরেছিল ঘর,
তোমার নি:শব্দে ফেলা গরম নি:শ্বাস
ছুঁয়েছিল আমার নগ্ন শরীর,
কাঁচের জানালা ভেদ করে বন্ধ ঘরে
এসেছিল চাঁদের আলো, ছড়িয়েছিল সিগ্ধতা,
নগ্ন শরীরের উত্তাপে ভরেছিল বন্ধ ঘর,
ভুলিয়েছিল প্রণয়ের রিক্ততা।
তখনও প্রণয় গড়ে ওঠেনি আমাদের,
তবুও রাতের নির্জনতায় হয়েছিল সঙ্গম।
তবুও রাতের নির্জনতায় হয়েছিল সঙ্গম।
তোমার নাকে জমেছিল বিন্দু বিন্দু ঘাম,
যৌনতার চাপা গন্ধে ভরেছিল ঘর,
তোমার নি:শব্দে ফেলা গরম নি:শ্বাস
ছুঁয়েছিল আমার নগ্ন শরীর,
কাঁচের জানালা ভেদ করে বন্ধ ঘরে
এসেছিল চাঁদের আলো, ছড়িয়েছিল সিগ্ধতা,
নগ্ন শরীরের উত্তাপে ভরেছিল বন্ধ ঘর,
ভুলিয়েছিল প্রণয়ের রিক্ততা।
তখনও প্রণয় গড়ে ওঠেনি আমাদের,
তবুও রাতের নির্জনতায় হয়েছিল সঙ্গম।
5 months ago