কাম
তোমার কামরসের পুকুরে
হাবুডুবে খেতে চাই রাত-দুপুরে,
তোমার কামরস পুকুর
ঘুচে দেয় আমার ভালবাসার ঢেঁকুর।
তোমার কামরসের পুকুরে
প্রেমের ভূমিকম্পের ক্ষয়,
তোমার কামরসের কারসাজিতে
মন হয় তৃপ্তিময়....
তোমার কামরস পুকুরের
পানি খেতে চাই নিত্য,
তোমার কামরস পুকুরের
পানি নিত্য খেলে শান্ত থাকবে চিত্ত.....
হাবুডুবে খেতে চাই রাত-দুপুরে,
তোমার কামরস পুকুর
ঘুচে দেয় আমার ভালবাসার ঢেঁকুর।
তোমার কামরসের পুকুরে
প্রেমের ভূমিকম্পের ক্ষয়,
তোমার কামরসের কারসাজিতে
মন হয় তৃপ্তিময়....
তোমার কামরস পুকুরের
পানি খেতে চাই নিত্য,
তোমার কামরস পুকুরের
পানি নিত্য খেলে শান্ত থাকবে চিত্ত.....
5 months ago