তোমার সঙ্গে প্রথম চুম্বন
এই শহুরে রাস্তা-স্লেটের মতো
হুডতোলা রিকশার সন্ধ্যা আঁকে
ঠোঁটের মামলেটে জড়িয়ে যায়
-তরুণী,রোজ শরীর ফাঁটিয়ে ওড়ায়
ঊরু কাঁপানো স্নিগ্ধ প্রতিমার শরবত
তোমার সঙে দেখাদেখি করতে চায়-
প্রথম চুম্বনে ভালো লাগা সুড়সুড়ি-
জ্বর বাড়ানো অন্ধকার,জোড় শরীর
নিঃশব্দ মিউজিক বাজানো টলমল পৌরুষ
কোনোদিন ভোর কামনা করে না-
কেবল এইসব রাতে কোমল মাংসের
বুনোফুল-দু হাতে চটকাতে চটকাতে
মৌন কবিতার গর্ভজলে মিলাই সুদূর নগরী-
আমি আজ তোমাকে লিখতে বসেছি
তোমার স্তনের ভেতরে লুকানো
শাদা দুধ/ধান,বহু আগের সঙে পরিচিত
এখানে খুঁজে পাই সুঘ্রাণ লাবণ্য হাওয়া
নরম কোমরে গেঁথে যাওয়া বিষণ্ণ চুম্বন;
হুডতোলা রিকশার সন্ধ্যা আঁকে
ঠোঁটের মামলেটে জড়িয়ে যায়
-তরুণী,রোজ শরীর ফাঁটিয়ে ওড়ায়
ঊরু কাঁপানো স্নিগ্ধ প্রতিমার শরবত
তোমার সঙে দেখাদেখি করতে চায়-
প্রথম চুম্বনে ভালো লাগা সুড়সুড়ি-
জ্বর বাড়ানো অন্ধকার,জোড় শরীর
নিঃশব্দ মিউজিক বাজানো টলমল পৌরুষ
কোনোদিন ভোর কামনা করে না-
কেবল এইসব রাতে কোমল মাংসের
বুনোফুল-দু হাতে চটকাতে চটকাতে
মৌন কবিতার গর্ভজলে মিলাই সুদূর নগরী-
আমি আজ তোমাকে লিখতে বসেছি
তোমার স্তনের ভেতরে লুকানো
শাদা দুধ/ধান,বহু আগের সঙে পরিচিত
এখানে খুঁজে পাই সুঘ্রাণ লাবণ্য হাওয়া
নরম কোমরে গেঁথে যাওয়া বিষণ্ণ চুম্বন;
3 months ago